Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন তিন (০৩) মাস মেয়াদে ইন্টার্নশিপ গ্রহণের সুযোগ

সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন তিন (০৩) মাস মেয়াদে ইন্টার্নশিপ গ্রহণের সুযোগঃ

ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন তিন (০৩) মাস মেয়াদে ৪ চোর) জনকে ইন্টার্নশিপ প্রদান করা হবে। ইন্টার্নশিপ গ্রহণের জন্য আগ্রহী প্রার্থীগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা হয়েছেঃ 

আবেদনের শেষ তারিখঃ ১৫ মার্চ ২০২৪ 

০১। এই ইন্টার্নশিপ নিম্নবর্ণিত বিষয় সংশ্লিষ্ট হবে:

সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যাবলি (পুরঃকৌশল [সিভিল ইঞ্জিনিয়ারিং] বিষয়ে ডিগ্রীধারীদের জন্য)।

০২। আবেদনের যোগ্যতা:

কে) আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

(খ) যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরঃকৌশল বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্ণিত

পরীক্ষায় অবতীর্ণ (Appeared) হতে হবে। অবতীর্ণ প্রার্থীগণকে পরীক্ষায় অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের

প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

গে) স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রী অর্জনের দুই (০২) বছরের মধ্যে আবেদন করতে হবে; এবং

(ঘ) ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর অধীন একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করতে পারবে। 

০৩। কোনো আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ দাখিল করতে হবে।

০৪। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুচ্ছেদ ১২ (গ) অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে একটি ঘোষণাপত্র ও একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে।

০৫। ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ১০,০০০/-(দশ হাজার) টাকা হারে “ইন্টার্নশিপ ভাতা' প্রদান করা হবে। “ইন্টার্নশিপ ভাতা” ব্যতীত অন্য কোনো ভাতা/সুবিধা প্রদান করা হবে না।

০৬। মন্ত্রণালয়/অধিদপ্তর নির্ধারিত একজন সুপারভাইজারের অধীনে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।

০৭। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুযায়ী “ইন্টার্নশিপ ভাতা" প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রতিমাসে সুপারভাইজারের নিকট থেকে সন্তোষজনক কর্মকালের প্রত্যয়ন দাখিল করতে হবে।

০৮। ইন্টার্নশিপ চলকালীন ইন্টার্ন “কর্মে নিয়োজিত রয়েছেন" মর্মে কোনোরুপ প্রত্যয়ন প্রদান করা হবে না। তবে সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর ইন্টার্নকে সনদ প্রদান করা হবে।

০৯। ইন্টার্নশিপ সনদ কোনোভাবেই কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো প্রকার চাকরির ক্ষেত্র প্রাধিকার/অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না।

১০। কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে প্রাথমিক বাছাইয়ের পর (সিজিপিএ/এ অধিদপ্তর সংশ্লিষ্ট বিষয়ের সিজিপএ/ ইন্টার্নশিপ

প্রস্তাবের প্রেক্ষাপট এবং মনোনীত হলে এ অধিদপ্তরে তার অবদানের বর্ননার ভিত্তিতে) সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীগণকে

লিখিত বা মৌখিক বা উভয় প্রকার পরীক্ষায় অশংগ্রহণ করতে হবে।

১১। প্রযোজ্য ক্ষেত্রে লিখিত বা মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীর ই-মেইল/ওয়েবসাইট/মোবাইলে জানানো হবে।

১২। লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৩। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর শর্তানুযায়ী প্রার্থী ইন্টার্নশিপ সমাপনান্তে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বা এর অধীন কোনো দপ্তর/সংস্থায় বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্তির দাবি করতে পারবে না।

১৪। নির্বাচিত প্রার্থীকে ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর সকল শর্ত, অফিস ব্যবস্থাপনা ও সরকারি গোপনীয়তা সংক্রান্ত দেশে প্রচলিত সকল আইন ও বিধিবিধান প্রতিপালন করে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।

১৫। ইন্টার্নশিপ গ্রহণে আগ্রহী প্রার্থীগণকে rhd.portal.gov.bd ওয়েবসাইটের নোটিশে প্রদত্ত আবেদন ফর্ম ডাউনলোড

করে যথাযথভাবে পূরণ করতঃ নির্বাহী প্রকৌশলী, সওজ, প্রশাসন ও সংস্থাপন, সড়ক ভবন, তেজগীও, ঢাকা কেক্ষ নং-

৫০৫, ব্লক-এ) বরাবর সরাসরি/ডাকযোগে আগামী ১৫ মার্চ ২০২৪ তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে

নমুনা ফর্ম
ছবিঃ নমুনা ফর্ম

১৬। মৌখিক পরীক্ষায় সময় পূরণকৃত আবেদনপত্র ও আবেদনপত্রে উল্লিখিত সকল তথ্যের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র

(শিক্ষাগত যোগ্যতার সনদ, বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ট্রাক্রিপ্ট, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হতে সংগ্রহকৃত চারিত্রিক

সনদ/প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি

ইত্যাদি) মূলকপি প্রদর্শনপূর্বক এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।


সঠিক নিয়মে আবেদন করুন। সবার সফলতা কামনা করি।

Post a Comment

0 Comments