Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

CKRUET ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত তথ্যাবলী, সেশন: ২০২৩-২০২৪

CKRUET ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত তথ্যাবলী, সেশন: ২০২৩-২০২৪

প্রার্থীদের করণীয়ঃ

মেথাস্থান প্রাপ্ত সকল প্রার্থীকে ২১/০৪/২০২৪ খ্রি. রবিবার সকাল ৯:০০ ঘটিকা থেকে https://admissionckruet.ac.bd লিংকে প্রবেশ করে Online Choice Form এর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ৩৯ টি পছন্দসহ একটি পছন্দক্রম এবং স্থাপত্য বিভাগের জন্য ৩টি পছন্দসহ আলাদা একটি পছন্দক্রম পূরণ করতে হবে । Online Choice Form এ প্রদানকৃত তথ্য ও পছন্দক্রম ২৭/০৪/২০২৪ খ্রি. শনিবার সকাল ৯.০০ ঘটিকা পর্যন্ত প্রার্থী পরিবর্তন করতে পারবে। এরপর আর কোন তথ্য বা পছন্দক্রম পরিবর্তন করা যাবে না। পূরণকৃত ফরমের এক কপি (প্রিন্টেড) ভর্তির সময় নিয়ে আসতে হবে ।

ভর্তি কার্যক্রম CUET, KUET ও RUET কেন্দ্র সমূহে একযোগে অনুষ্ঠিত হবে । নিচের বিজ্ঞপ্তি দেখুনঃ

CKRUET ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত তথ্যাবলী

ভর্তি ফিঃ ১৮,৫০০/- টাকা (আঠারো হাজার পাঁচশত টাকা)

ভর্তির জন্য কমিটির সামনে উপস্থিত হওয়ার তারিখঃ ২৮/০৪/২০২৪ খ্রিঃ, সময়ঃ সকাল: ৯ঃ৩০ হতে বিকেল: ৩ঃ৩০ পর্যন্ত
CKRUET ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত তথ্যাবলী
ভর্তির সময় প্রার্থীকে অবশ্যই নিশ্নবর্ণিত সনদপত্রাদি নিরীক্ষা কমিটির নিকট দাখিল করতে হবে:

  • শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এইচ. এস. সি. বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ।
  • মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল সনদপত্র ।
  • মাধ্যমিক বা সমমানের পরীক্ষার গ্রেডশীট এর মূলকপি।
  • উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার গ্রেডশীট এর মূলকপি।
  • শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রশংসাপত্রের মূলকপি।
  • সদ্য তোলা (অনধিক ৩ মাস) ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।
  • সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ।

সংরক্ষিত আসনে ভর্তির জন্য প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র:

  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বা উপজাতীয় সনদপত্রের মূল কপি।
  • রাখাইন সম্প্রদায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি) প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী বাসিন্দা এবং উপজাতীয়তার প্রমানস্বরূপ (১) যে কলেজ থেকে পাস করেছে সে কলেজের অধ্যক্ষ, (২) জেলা প্রশাসক/স্থানীয় পৌরসভা/জেলা পরিষদ/ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এবং (৩) উপজাতীয় মোড়লের নিকট থেকে মোট ৩ (তিন) টি মূল সার্টিফিকেট দাখিল করতে হবে।

অথবা

  • জেলা প্রশাসক্/স্থানীয় পৌরসভা/জেলা পরিষদ/ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানের নিকট থেকে বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা সনদপত্রের মূল কপি।
অপেক্ষমান তালিকা দেখার জন্য নিয়মিত রুয়েট, কুয়েট, চুয়েট এর ওয়েবসাইট
রুয়েট: https://www.ruet.ac.bd
কুয়েট: https://www.kuet.ac.bd
চুয়েট: https://www.cuet.ac.bd
 এবং https://admissionckruet.ac.bd  ভিজিট করুন।

Post a Comment

0 Comments