Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

বিশ্ববিদ্যালয়/কলেজ শিক্ষার্থীদের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দিচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)

 প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দিচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)

bpdb training opportunity

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) দেশের বিদ্যুৎ খাতের অন্যতম প্রধান সংস্থা হিসেবে শিক্ষার্থীদের হাতে-কলমে বিদ্যুৎ কেন্দ্র ও বিতরণ ব্যবস্থাপনার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছে। বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত উপযোগী।

শিক্ষার্থীদের বিদ্যুৎ কেন্দ্র ও উপকেন্দ্র পরিদর্শন এবং সেগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে বিউবো নিয়মিতভাবে তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ও প্রশিক্ষণ একাডেমিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং (ইন্টার্নশিপ) এর ব্যবস্থা করে থাকে।

কাদের জন্য এই প্রশিক্ষণ?

  • ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয়/চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা
  • সরকারী বা বেসরকারী বিশ্ববিদ্যালয়/কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা
  • বিদ্যুৎ কেন্দ্র, সাব-স্টেশন ও বিদ্যুৎ বিতরণ সম্পর্কে বাস্তব ধারণা নিতে আগ্রহী শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়/কলেজ শিক্ষার্থীদের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দিচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)


ক্রঃ নংপ্রশিক্ষণ কেন্দ্র/একাডেমীর নামদপ্তর প্রধানযোগাযোগের বিষয়মোবাইল ও ইমেইল
প্রশিক্ষণ ও পেশা উন্নয়ন পরিকল্পনা বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকাপরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী)ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং/বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন (০১৮১৯-২২১৫৮৪) director.training@yahoo.com
প্রশিক্ষক একাডেমী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কক্সবাজারপরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী)ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং (০১৭৭৭-৭৪৩২১৩) dir.tacox_bpdb@yahoo.com
কাপ্তাই প্রকৌশল একাডেমী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটিপরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী)ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং (০১৭৭৭-৭৬০০০১) dea.kaptai@gmail.com
ঘোড়াশালা প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নংসিংদীপরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী)ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং (০১৩১৩-০৯৬১৩৫) dir.gtc@bpdb.gov.bd
রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রাজশাহীপরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী)ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং (০১৭৭৭-৭৬০০০২) directorrajtc@gmail.com
চট্টগ্রাম প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামপরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী)ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং (০১৭৫৫-৬০৭৯৬৮) dir.ctc.bpdb@gmail.com
টঙ্গী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, গাজীপুর উপ-পরিচালক (নির্বাহী প্রকৌশলী)ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং (০১৩০০-৫৬০২৩) rtc.tongi.pdb@gmail.com

প্রত্যাশী শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মাধ্যমে চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বরাবর আবেদন করতে হয়। পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্ট এবং সংশ্লিষ্ট বিভাগের অনুমতিও থাকতে হয়।

প্রশিক্ষণ কেন্দ্র:

  • বিউবো'র ট্রেনিং সেন্টার ও একাডেমিসমূহ
  • বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিদ্যুৎ বিতরণ সাবস্টেশন
  • নির্ধারিত প্রকল্প এলাকা

বিশদ তথ্য ও আবেদনের জন্য বিউবো'র অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা সংশ্লিষ্ট ট্রেনিং অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন।

অফিসিয়াল ওয়েবসাইটhttps://bpdb.gov.bd

read more: Electrical Cable Codes & Nomenclatures || বৈদ্যুতিক তারের (ক্যাবল) কোড এবং নোমেনক্লেচার

Post a Comment

0 Comments