কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন
পরীক্ষা-২০২৪
পূর্ণমান-১০০
প্রশ্নপত্র
সময়-৩ ঘণ্টা
[নির্দেশনা: বাংলা বা ইংরেজিতে উত্তর দেয়া যাবে। সকল প্রশ্নের উত্তর দিতে
হবে। প্রতিটি প্রশ্নের মান পাশে উল্লেখ করা আছে।]
১। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আয়করের অবদানের উপর ১০ (দশ) টি বাক্য লিখুন।
[5]
২। একজন কর আইনজীবী হিসেবে করদাতাকে আপনি যে সকল সেবা প্রদান করবেন তার উপর ৫
(পাঁচ) টি বাক্য লিখুন। [5]
৩। একজন কর আইনজীবী হিসেবে আয়কর রাজস্ব আহরণে আপনার ভূমিকা ও গুরুত্বের উপর
১০ (দশ) টি বাক্য লিখুন। [5]
৪। উৎস করের ২ (দুই) টি উদাহরণ দিন এবং উৎস করের উপর ৫ (পাঁচ) টি বাক্য
লিখুন। [5]
৫। দানকরের উপর ৫ (পাঁচ) টি বাক্য লিখুন। [5]
৬। বিকল্প বিরোধ নিষ্পত্তি (Alternative Dispute Resolution)-ADR এর উপর ৫
(পাঁচ) টি বাক্য লিখুন। [5]
৭। উপ কর কমিশনারের আদেশে করদাতা সংক্ষুব্ধ হলে একজন কর আইনজীবী হিসেবে
করদাতাকে আপনি কি পরামর্শ দিবেন- তার উপর ৫ (পাঁচ) টি বাক্য লিখুন। [৫]
৮। জনাব আবদুর রহিম একজন সরকারী কর্মচারী। ২০২৪-২০২৫ করবর্ষে তার মোট করযোগ্য
আয় টা: ২০,০০,০০০/-। তিনি টা: ৩০,০০০/- বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন। জনাব
আবদুর রহিমের প্রদেয় কর নিরূপণ করুন। [৫]
৯। আয়কর আইন, ২০২৩ কিভাবে সংশোধন করা যায়- তার উপর ৫ (পাঁচ) টি বাক্য লিখুন।
[৫]
১০। করদিবসের উপর ৫ (পাঁচ) টি বাক্য লিখুন। [৫]
১১। ০১/০৭/২০২৩ তারিখে মজুদ (Opening Inventory) টা: ৫০০/-। ২০২৩-২০২৪
আয়বর্ষে ক্রয় টা: ৭০০/-, অন্তর্মুখী পরিবহণ (Carriage Inward) টা: ৫০/-,
মজুরী (Wages) টা: ২০/-, ৩০/০৬/২০২৪ তারিখে মজুদ (Closing Inventory) টা:
২০০/-1 Cost of Goods Sold (COGS) পরিগণনা করুন। [৮]
১২। ২০২৩-২০২৪ আয়বর্ষে নীট বিক্রয় টা: ১,০০০/-। Cost of Goods Sold (COGS)
টা: ৮০০/-, অন্যান্য পরিচালন ব্যয় (Other Operating Expenses) টা: ১৫০/-।
গ্রস মুনাফা (Gross Profit), Gross Profit এর হার (GP Rate), এবং নীট মুনাফা
(Net Profit) পরিগণনা করুন। [১২]
১৩। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান এর উপর ১০ (দশ) টি বাক্য লিখুন। [৫]
১৪। এক কথায় প্রকাশ করুন:
(ক) যা বপন করা হয়েছে
(খ) দান করিবার ইচ্ছা
(গ) নূপুরের ধ্বনি
(ঘ) আহারে সংযম করা
(ঙ) কর্ম সম্পাদনে পরিশ্রমী।
১৫। 'পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই'- এ প্রসঙ্গে ৫
(পাঁচ) টি বাক্য লিখুন। [৫]
১৬। ইংরেজিতে অনুবাদ করুন: [৫]
ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটি পরিবেশকে দূষিত করে। ধূমপান
বিভিন্ন রোগের কারণ। ধূমপান করলে
ক্যান্সার, হৃদরোগ ও শ্বাসযন্ত্রের রোগ হয়। যারা ধূমপান করে, তারা বেশিদিন
বাঁচতে পারে না। এটি ব্যয়বহুলও। এছাড়া, বাংলাদেশে জনবহুল স্থানে প্রকাশ্যে
ধূমপান করলে প্রচলিত আইনে জরিমানার বিধান রয়েছে। তাই সবার ধূমপান পরিহার করা
উচিত।
১৭। Write an application to the Deputy Commissioner of Taxes, Circle-01,
Taxes Zone-01,
Dhaka for the Tax Clearance Certificate of the assessment year 2024-2025.
[৫]
১৮। Fill in the blanks with the correct form of verb. [৫]
(i) The Sun ...............in the east. (rises/rising/rise/risen)
(ii) The singer expressed her feeling by ...........a song.
(sing/sang/singing/sings)
(iii) The boy went to the book shop to ................his text book.
(bought/buying/buys/buy)
(iv) The work is to be ......... immediately. (do/done/does/did)
(V) I am looking forward to .......... with you.
(work/working/worked/works)
=০=
আরও পড়ুন:
0 Comments