Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

বাংলাদেশ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার লিখিত প্রশ্ন-২০২৫

 উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার লিখিত প্রশ্ন-২০২৫
বাংলাদেশ রেলওয়ে
Railway sub-assistant engineer written question
পূর্ণমান-১০০
সময়- ৩.০০ ঘণ্টা
[প্রতিটি বিষয়ের জন্য পৃথক উত্তরপত্র ব্যবহার করুন]
বাংলা

১. সারাংশ লিখুন:
কোথায় স্বর্গ, ফোখায় নরক, কে খলে তা বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতেই সুরাসুর।
রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।

২. বাংলা নববর্ষের দিন দেশের সার্বিক অবস্থার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লিখুন।

৩. বাংলায় অনুবাদ করুন:
The aim of education is to make a man fully fit for himself and the society. It means to develop the whole man, his body and soul. It is education which aims at providing a child with opportunities so that it can bring to light its all latent qualities. An educated man should be gentle, polite, thoughtful, creative, kind, sympathetic and co-operative.

8. ণত্ব-বিধান অথবা ষত্ব-বিধানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখুন।
Railway sub-assistant engineer written question_1
ENGLISH
Subject Code: 102
Marks: 20
1. Write an application to the superior officer of your office praying for three days' casual leave.

2. Read the following passage and then answer the questions that follow:

Science and technology have come to pervade every aspect of our lives, and as a result, society is changing at a speed which is quite unprecedented. There is a great technological explosion around us, generated by science. This explosion is already freeing vast numbers of people from their traditional bondage to nature, and now at last we have it in our power to free mankind once and for all from the fear which is based on want. Now, for the first time man can reasonably begin to think that life can be something more than a grim struggle for survival. But even today in spite of the high standard of living which has become general in the more fortunate West, the majority of people in the world still spend nearly all their time and energy in a never-ending struggle with nature to secure the food and shelter they need.
Questions:
(a) What pervades every aspect of our life?
(b) What explosion has science generated around us?
(c) What has man in his power?
(d) How is life in the West?
(e) Who are engaged in a never-ending struggle with nature?

3. Rewrite the following sentences and use the idiom as directed;
(a) English speaks all over the world. (Correct the sentence)
(b) He is very weak to walk. (Correct the sentence)
(c) The roads are (crowd) with traffic. (Use the right form of verb in the bracket)
(d) We started after the rain (stop). (Use the right form of verb in the bracket)
(e) They blamed him their sufferings. (Fill in the blank with an appropriate preposition)
(f) Listen what I say. (Fill in the blank with an appropriate preposition)
(g) He drew a nice painting of his father. (Make It passive)
(h) The door was opened by her. (Make it active)
(i) He said to me, "Please lend me your book". (Turn into indirect speech)
(j) Make a sentence with the idiom: 'in a body".
Railway sub-assistant engineer written question_2
টেকনিক্যাল (সিডিল/সিভিল ইঞ্জিনিয়ারিং)
বিষয় কোড: ১৯ মান: ৪০
1. একটি স্থায়ী রেলপথের প্রস্থচ্ছেদ অঙ্কন করে এর বিভিন্ন অংশের নাম ও মাপ লিখুন।
2. সিমেন্টের উপাদানগুলোর নাম লিখুন। সিমেন্ট তৈরীতে জিপসাম ব্যবহারের প্রয়োজনীয়তা কী?
3. বালির সূক্ষ্মতার গুনাংক নির্ণয়ের প্রয়োজনীয়তা কী? সূক্ষ্মতার গুনাংক নির্ণয়ে ব্যবহৃত চালুনীগুলোর আকার লিখুন।
4. পয়েন্ট ও ক্রসিং এর সকল উপাদান প্রদর্শন করে চিত্র অংকন করুন।
5. ১০ ঘনমিটার ইটের কাজ সম্পন্ন করতে বর্তমান বাজার দরে খরচের পরিমাণ নির্ণয় করুন। (মসলার অনুপাত ১:৫)
6. এফটি ব্রডগেজ রেলওয়েতে ৫০ বাঁক স্থাপন করা আছে। গাড়ির গতিবেগ ঘণ্টায় ৬০ কি.মি. হলে সুপার এলিভেশনের মান কত হবে? ক্যান্টের স্বল্পতা সর্বোচ্চ হলে গাড়ির গতি বাঁকে কত হবে?
7. ক্যাডাস্ট্রাল সার্ভের প্রয়োজনীয়তা কী? মৌজা ম্যাপে দাগ নম্বর বসানোর নিয়মগুলো লিখুন।
৮. একটি ১ মিটার ০ ২.১০ মিটার আকারের কাঠের প্যানেল দরজা তৈরি করতে প্রয়োজনীয় কাঠের পরিমাণ এবং রং এর কাজের পরিমাণ নির্ণয় করুন। (চৌকাঠের সাইজ ৭.৫ সেঃমি × ৭.৫ সে:মি)

টেকনিক্যাল (মেকানিক্যাল)
বিষয় কোড: ৩২
মান: ৪০
১. (ক) বল বিভাজন কি? ঠেলাগাড়ি ঠেলতে ভালো, না টানতে ভালো তা বল বিভাজনের মাধ্যমে দেখান।
(খ) টলারেন্স ও অ্যালাউন্স বলতে কি বোঝায়?
২. (ক) অগ্নি-হাইড্রোজেন ও অক্সি-এসিটিলিন গ্যাস ওয়েল্ডিং এর কোনু শিখার তাপমাত্রা কত?
(খ) অক্সিজেন ও এসিটিলিন গ্যাস সিলিন্ডারের মধ্যেকার পার্থক্যকারী বৈশিষ্ট্যগুলো লিখুন।
৩. (ক) লেদের ক্ষেত্রে লীড ক্ষুর কাজ কি?
(খ) পিগ আয়রণ (pig Iron) কি? এতে ফার্বন ফত শতাংশ থাকে?
৪. একটি সিলিন্ডিক্যাল জবের দৈর্ঘ্য ২০ মি.মি. ও ব্যাস ৮ মি.মি.। এই সিলিন্ডারটিকে একটি ট্যাপার জবে পরিণত করতে হবে, যার বড় প্রস্থচ্ছেদের ব্যাস হবে ৫ মি.মি এবং ছোট প্রস্থচ্ছেদের ব্যাস হবে ৩ মি.মি.। এজন্য কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে? উক্ত প্রক্রিয়ার ধাপসমূহ ধারাবাহিকভাবে লিখুন।
৫. মনে করুন, আপনি আর্ক ওয়েল্ডিং এর মাধ্যমে দু'টি ধাতৰ পাত জোড়া দেবেন। এক্ষেত্রে যন্ত্রের এবং ধাতৰ পাতগুলোর পোলারিটি নির্ধারণ করার জন্য আপনি কোন্ কোন্ বিষয় বিবেচনায় নেবেন?
৬. ধাতব বস্তুর উপর দেওয়া Coating এর Thickness পরিমাপ করার জন্য ব্যবহৃত একটি যন্ত্রের কার্যপ্রণালী লিখুন।
৭. মনে করুন, একটি ড্রিল মেশিনের সাহায্যে একটি ধাতবপাতে ৩০ সে.মি. ব্যাসের একটি ছিদ্র করতে হবে। ড্রিল মেশিনটি ১৫০ আরপিএম (150 rpm) এ চালনা করা হলে, কাটিং স্পীড কত প্রয়োজন হবে?
৮. কার্বোনাইজেশন (Carbonization) কি? প্যাক কার্বোনাইজেশনের সাহায্যে ধাতবপৃষ্ঠ শত্রুকরণ (surface hardening) প্রক্রিয়ার ধাপসমূহ লিখুন।

টেকনিক্যাল (কেমিক্যাল)
বিষয় কোড: ১৭
মান: ৪০
১. ধাতু ক্ষয় কি? ধাতুকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার ৫টি উপায় লিখুন।
২. অরিফিস (Orifice) মিটারের সাহায্যে তরল প্রবাহের হার নির্ণয় প্রণালি বর্ণনা করুন।
৩. প্রাকৃতিক গ্যাস হতে অ্যামোনিয়া উৎপাদনের প্রবাহ চিত্র অংকন করে বর্ণনা করুন।
8. ইউ-টিউব ম্যানোমিটারের সাহায্যে পাইপের দুই বিন্দুর চাপের পার্থক্য নির্ণয়ের প্রণালি সরল চিত্রসহ ব্যাখ্যা করুন।
৫. 2H2+O2---2H₂O, ৯০ কিলোগ্রাম পানি তৈরিতে প্রমাণ অবস্থায় কত ঘনমিটার হাইড্রোজেন ও অক্সিজেন প্রয়োজন হবে নির্ণয় করুন।
৬. ৫০০ মি.লি. আয়তনের ০.১৯ সালফিউরিক এসিড দ্রবণ তৈরির প্রয়োজনীয় যন্ত্রপাতি, উপকরণের নাম ও হিসাব (Calculation) লিখুন।
৭. ভেজিটেবল অয়েলের ফ্রী ফ্যাটি এসিড নির্ণয় পদ্ধতি বর্ণনা করুন।
৮. মিথেন গ্যাস বাতাসে পোড়ালে কি উৎপন্ন হয়? ১০০ গ্রাম মিথেনকে পোড়াতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে?
টেকনিক্যাল (কম্পিউটার)
বিষয় কোড: ২১ মান: ৪০
১. TCP/IP মডেল কি? এর প্রতিটি স্তরের বর্ণনা দিন।
২. মাইক্রোপ্রসেসরের কাজ কি? 8086 মাইক্রোপ্রসেসরের এড্রেসিং মোডগুলো বর্ণনা করুন।
৩. সার্চ ইঞ্জিনের কাজ কি? হ্যাকিং কি? সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কী কী সর্তকতা অবলম্বন করা উচিৎ?
8. NAND Gate ব্যবহার করে একটি Full Adder সার্কিটের চিত্রসহ কার্যপ্রণালী বর্ণনা করুন।
৫. একটি ছোট অফিসের জন্য নেটওয়ার্ক ডিজাইন করতে কোন কোন ডিভাইসের প্রয়োজন হবে, কোন টপোলজি ব্যবহার করতে হবে এবং কেন? ব্যাখ্যা করুন।
৬. (2)²+(5)²+(8)²+.....+(n)² সিরিজটির 40তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের প্রোগ্রাম (পাইখন অথবা সি প্রোগ্রামিং ভাষায়) রচনা করুন।
৭. HTML ব্যবহার করে একটি Home Page তৈরী করুন যেখানে প্রথমে একটি প্রতিষ্ঠানের নাম থাকবে। এরপর একটি ছবি থাকবে যা প্রতিষ্ঠানের যে কোনো একটি ছবি হতে পারে। এরপর একটি টেবিল থাকবে যেখানে তিনটি কলাম এবং চারটি সারি থাকবে। Home Page এর নিচে Footer-এ লেখা থাকবে "@copyright 2025"
৮. একটি হার্ড ডিক্স প্লাইভ (HDD) পার্টিশন (Partition) করার ধাপসমূহ বর্ণনা করুন।

টেকনিক্যাল (ইলেক্ট্রনিক্স)
বিষয় কোড: ২৬
মান: ৪০
১. একটি P-Type সেমিকন্ডাক্টরের গঠন চিত্র অংকন করে বর্ণনা করুন।
২. মডুলেশন বলতে কী বুঝায়? মডুলেশন এর প্রয়োজনীয়তা আলোচনা করুন।
৩. একটি ডায়োড ক্লিপিং সার্কিট (পজেটিভ ও নেগেটিভ) অংকন করুন।
8. একটি ফুলওয়েভ ব্রিজ-রেকটিফায়ার সার্কিট অংকন করে বর্ণনা করুন।
৫. একটি রেজিস্টরের প্রথম তিনটি ব্যান্ড যথাক্রমে সবুজ, লাল ও কমলা এবং ৪র্থ ব্যান্ড সোনালী রং দেওয়া আছে।
৬. রেজিস্টরটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত হবে?
৭. Frequency Response কার্ড কাকে বলে? একটি ট্রানজিস্টরের Frequency Response কার্ড এঁকে বর্ণনা করুন।
৮. IC ব্যবহার করে এফটি +5V Fixed Voltage Regulator সার্কিট অংকন করুন।
৯. এফটি AM Radio Receiver এর স্নক চিত্র অংকন করে প্রতিটি স্টেজের Signal প্রদর্শন করে চিত্র অংকন করুন।
Railway sub-assistant engineer written question_3

Post a Comment

0 Comments