Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

ইঞ্জিনিয়ারিং ড্রইং: এসএসসি ভোকেশনাল নবম দশম শ্রেণীর বই

এসএসসি ভোকেশনাল ইঞ্জিনিয়ারিং ড্রইং বই ক্লাস নবম দশম শ্রেণী

SSC Vocational Engineering Drawing Book

কোন একটি বস্তু (Object) বা বস্তুর অংশবিশেষ একটি সমতলের উপর সংক্ষিপ্ত ও সম্পূর্ণভাবে এর আকৃতি, প্রকৃতি, পরিদর্শন এবং উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার্বিক তথ্য সম্বলিত কতকগুলো ভিন্ন ভিন্ন রেখার মাধ্যমে অন্তর্ভুক্তকরণের ভাষাকেই ড্রইং বলা হয়। কোন একটি বস্তুকে (Object) একটি কাগজের উপরে নিয়মতান্ত্রিক রেখাসমূহের মাধ্যমে উপস্থাপন করার কৌশলকে ড্রইং বলে। মানুষের মনের ভাবকে অন্যের নিকট প্রকাশ করতে যেমন ভাষার প্রয়োজন হয়, কবি ও লেখকেরা তাদের মনের অভিব্যক্তিকে যেমন- কবিতা ও প্রবন্ধের মাধ্যমে অন্যের কাছে ব্যক্ত করে তোলে, ঠিক তেমনি কারিগরি বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কোনো বস্তু তৈরি, উৎপাদন, ডিজাইন, কনস্ট্রাকশন ও ইলেকট্রিফিকেশনের কাজে কতকগুলো ভিন্ন ভিন্ন রেখার মাধ্যমে তাদের বিষয়টিকে অপরের কাছে উপস্থাপন বা প্রকাশ করার কৌশলই ড্রইং এর উদ্দেশ্য। তাই প্রকৌশলবিদগণের উক্তি হলো:

"Drawing is the language of Engineer"

কারখানা, শিল্প প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র এবং কারিগরি স্কুল ও কলেজগুলোর প্রথম ধাপ অংকন বা ড্রইং। কারণ ড্রইং ব্যতীত কোনো কর্মী বা প্রশিক্ষণার্থী মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও কনস্ট্রাকশনের ব্যবহারিক কাজ করতে পারে না। প্রায় প্রতিটি ক্ষেত্রে নমুনা ছাড়াই কাজ বা জবের প্রতিটি অংশের মাপ, পরিমাপ, কার্যপদ্ধতির প্রতি লক্ষ করে জব প্রস্তুত করতে হয়। সে জন্য ড্রইং এর সাহায্যে একমাত্র ঐ সমস্ত মাপ, পরিমাপ নিয়ে কর্মী বা প্রশিক্ষণার্থীরা জবের উপর প্রত্যক্ষ ভাবে কাজ করতে পারে প্রতিটি ক্ষেত্রে যদিও ডিজাইনার, ড্রাফ্টসম্যানকে প্রত্যেক কাজের জন্য নির্ভুল ড্রইং দিয়ে থাকেন তথাপি ট্রেসম্যানদের কাজের কম-বেশি ড্রইং সম্পর্কে জ্ঞান থাকতে হয় যেহেতু ট্রেডসম্যানদের জবের পরিপূর্ণ দ্রব্য উৎপাদনের ভূমিকায় সক্রিয় অংশ গ্রহণ করে থাকেন নচেৎ টেক্সিসিয়ানগণ নমুনা ব্যতীত কোন পরিকল্পিত কাজ করতে পারবে না মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল পুরকৌশল যে কোনো ধরনের ড্রইং এর সাহায্যে ট্রেসম্যানরা নিপুণতার সাথে নিত্য নতুন কোনো কিছুর উপযোগ সৃষ্টির ক্ষেত্রে আবিষ্কারকদের সাহায্য করছে কাজেই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল পুরকৌশল ড্রইং এর ক্ষেত্রে ট্রেসম্যান বা টেক্সিসিয়ানের প্রয়োজনীয়তা যথোপযুক্ত গুরুত্বপূর্ণ

আরও বই পেতে এখানে ভিজিট করুন:

Post a Comment

0 Comments