Hot Post

6/recent/ticker-posts

Header Ads Widget

পিজিসিবি (PGCB) উপ-সহকারী প্রকৌশলী প্রাথমিক বাছাই (MCQ) পরীক্ষা-2024


পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিঃ

পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী

বিষয়ঃ প্রাথমিক বাছাই (MCQ) পরীক্ষা, 
তারিখঃ ০৫/০৪/২০১৪, সময়ঃ ৬০ মিনিট, পূর্ণমানঃ ১০০
(প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে)

১. What is the verb of the word 'Large'?

ক) Larger খ) Largest গ) Enlarged ঘ) Enlarge

২. 'Bottom line' means-

ক) The final step
খ) The last line
গ) The essential point 
ঘ) End of the road

৩. He accused the man...... stealing

ক) for খ) of  গ) to ঘ) with

8. Antonym of 'famous'?

ক) Opaque খ) Illiterate গ) Obscure ঘ) Immature

৫. To get along with' means-

ক) to adjust
খ) to accompany
গ) to interest
ঘ) to walk

৬. Synonym of 'compassion'?

ক) compression 
খ) contraction 
গ) like 
ঘ) sympathy

৭. Which one is correctly spelt?

ক) Incumbent
খ) Incumvent
গ) Incumnbent
ঘ) Incumnvent

৮. 'Proclaim' means-

ক) pronounce খ) declare গ) announce ঘ) circulate

৯. Teacher judges the student..... their result

ক) in খ) for গ) with ঘ) by

১০. 'Birds eye view' means-

ক) A rough idea
খ) eyes of birds
গ) a view of the sky
ঘ)see exhaustively

১১. 'Our sweetest songs are those that tell us of saddest thought' is written by-

ক) William Shakespeare 
খ) Wordsworth
গ) S.T. Colleridge
ঘ) P.B Shelly

১২. 'Good face is the best letter of recommendation' is stated by.

ক) Wordsworth
খ) Cowper
গ) Elizabeth
ঘ) Q. Victoria

১৩. 'India wins Freedom' is written by-

ক) M. K. Gandhi
খ) J. L. Nehru
গ) A. K. Azad
ঘ) Annada Sanker Roy

১৪. 'Cowards die many times before their death'
spoke by-

ক) Abraham Lincoln 
খ) W. Shakespeare
গ) J. Keats
ঘ) Franklyn

১৫. 'Gitanjali' was translated by?

ক) W.B. Yeats
খ) Robert Frost
গ) J. Keats
ঘ) R. Kipling

১৬. Who refused the Nobel Prize in literature ?

ক) Bob Dylon খ) Basov গ) Nikolov ঘ) Jean Paul Satre

১৭. Which is written by Thomas Hardy?

ক) Vanity Fair
খ) Pride and Prejudice
গ) The Return of the Native 
ঘ)Oliver Twist

১৮. Restoration period in English literature starts-

ক) 1560 খ) 1660 গ) 1760 ঘ) 1860

১৯. 'A Tale of Two Cities' is written by-

ক) Charles Dickens
খ) Thomas Hardy
গ) Jonathon Swift
ঘ) George Orwell

২০. 'Captive Lady' is written by-

ক) WB Yeats 
খ) J. Swift
গ) T. S. Eliot
ঘ) Michale Madhusudan Dutt

২১. যে ভূমিতে ফসল জন্মায় না-

ক) পতিত খ) অনুর্বর গ) উষর ঘ) বন্ধ্যা

২২. 'খগ' শব্দটির সমার্থক শব্দ-

ক) ঘোড়া খ) বাঘ গ) পাখি ঘ) মানুষ

২৩. নিচের কোনটি অশুদ্ধ?

ক) অহিংস-সহিংস খ) প্রসন্ন-বিষন্ন গ) নিষ্পাপ-পাপী ঘ) দোষী-নির্দোষী

২৪. 'গৌরচন্দ্রিকা' অর্থ-

ক) ভূমিকা খ) গলাধাক্কা গ) পূর্ণিমা ঘ) অস্তিত্বহীন

২৫. 'মহানবী' কোন সমাস?

ক) দ্বিগু খ) কর্মধারয় গ) তৎপুরুষ ঘ) বহুব্রীহি

২৬. 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' উক্তিটি কার?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী আব্দুল ওয়াদুদ
গ) ডাঃ লুৎফর রহমান
ঘ) প্রমথ চৌধুরী

২৭. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

ক) সাহেব খ) কবিরাজ গ) সঙ্গী ঘ) শিক্ষক

২৮. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-

ক) বিভক্তি খ) ধাতু গ) প্রত্যয় ঘ) কোনটিই নয়

২১. ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে কী বুঝায়?

ক) টিকটিকি খ) তেলাপোকা গ) উইপোকা ঘ) মাকড়সা

৩০. 'মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ-

ক) মনস + ঈষা খ) মনঃ+ ঈষা গ) মন+ঈষা ঘ) মনো+ঈষা

৩১. 'ভানুসিংহ' কার ছদ্মনাম?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) দীনবন্ধু মিত্র


৩২. চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন-

ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) সুকুমার সেন
ঘ) ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

৩৩. নিচের কোন গ্রন্থটি উপন্যাস?

ক) সোনার তরী খ) দোলন চাঁপা গ) মানসী খ) শেষের কবিতা

৩৪. বাংলার প্রথম সার্থক মহাকাব্য-

ক) বৃত্রসংহার খ) ত্রয়ীকাব্য গ) মহাশ্মশান ঘ) মেঘনাদবধ কাব্য

৩৫. বাংলা গদ্যের জনক কে?

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) মানিক বন্দোপাধ্যায়

৩৬. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ-

ক) নেকড়ে অরণ্য
খ) বন্দী শিবির থেকে
গ) নিষিদ্ধ লোবান
ঘ) প্রিয় যোদ্ধা প্রিয়তম

৩৭. 'ছন্দের জাদুকর' কোন কবি?

ক) সুকুমার রায়
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) আল মাহমুদ
ঘ) জসীম উদ্দীন

৩৮. 'অন্নদা দিদি' কোন উপন্যাসের চরিত্র?

ক) গৃহদাহ খ) চরিত্রহীন গ) দত্তা ঘ) শ্রীকান্ত

৩৯. বাংলা ভাষাতত্ত্বের 'চলন্ত বিশ্বকোষ' বলা হয়-

ক) ডঃ মুহাম্মদ এনামুল হক
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ) ডঃ মুহম্মদ শহীদুল্লাহ

৪০. 'হেড মৌলভী' কোন্ কোন্ ভাষার শব্দ নিয়ে গঠিত?

ক) ইংরেজী ও ফার্সী
খ) ইংরেজী ও আরবী
গ) তুর্কী ও আরবী
ঘ) ইংরেজী ও উর্দু
 
৪১. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
 
ক) ৪০ খ) ৫৫ গ) ৬৮ ঘ) ৮১
 
৪২. ০.০১ এর ১% কত?
 
ক) ০.১ খ) ১ গ) ০.০০১ ঘ) ০.০০০১
 
৪৩. 1+3+5+7.... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত?
 
ক) n(n+1) 
খ) n(n-1) 
গ) n^2
ঘ) n^2+1
 
৪৪. বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?
 
ক) ১ গুণ খ) ২ গুণ গ) ৩ গুণ ঘ) ৪ গুণ
 
৪৫. ১টি চৌবাচ্চা ১টি নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়, অপর নল দ্বারা ১৮ মিনিটে খালি হয়। উভয় নল একত্রে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হবে-
 
ক) ১৮ মিনিটে 
খ) ২৪ মিনিটে 
গ) ৩৬ মিনিটে 
ঘ) ৪৮ মিনিটে
 
৪৬. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত মিটার?
 
ক) ২০০ খ) ৩০০ গ) ৪০০ ঘ) ৫০০
 
৪৭. কোন সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির এক তৃতীয়াংশ যোগ করলে যোগফল ৪৯ হয়। সংখ্যাটি কত?
 
ক) ১৬ গ) ২৬ গ) ২০ ঘ) ২১
 
৪৮. একটি অষ্টভুজের ৮ কোণের সমষ্টি কত?

ক) ৬ সমকোণ 
খ) ১২ সমকোণ 
গ) ১৬ সমকোণ 
ঘ) ৮ সমকোণ
 
৪৯. সামন্তরিকের ক্ষেত্রফল -
 
ক) ০.৫× দৈর্ঘ্য× উচ্চতা
খ) দৈর্ঘ্য x প্রস্থ
গ) ২ x দৈর্ঘ্য x গ্রস্থ
ঘ) ভূমি × উচ্চতা 
 
৫০. x+y=7, xy=12 হলে x - y = ?
 
ক) 1 খ) 2 গ) 3 ঘ) 4
 
৫১. A Circuit having power factor of ০.8 consumes 40W. The value of reactive power (VAR) is-
 
ক) 20 খ) 40 গ) 30 ঘ) 10
 
৫২. If electron flows in right direction, proton seems to flow-
 
ক) Leftward
খ) Rightward 
গ) Upward
ঘ) Downward
40
40
240 ভূমি
 
৫৩. The thermal efficiency of diesel engine-
 
ক) 15% খ) 30% গ) 50% ঘ) 70%
 
৫৪. কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
 
ক) Scanner 
খ) Mouse 
গ) Touch Screen 
ঘ) Projector
 
৫৫. শ্রেণীবদ্ধ চারটি সমান রোধের যোগফল ৪৮ ওহম। রোধগুলোর
সমান্তরাল সমতুল্য রোধ কত?
 
ক) ৩ ওহম 
খ) ৬ ওহম 
গ) ১২ ওহম 
ঘ) ১৮ ওহম
 
৫৬. অপটিক্যাল ফাইবার এর সবচেয়ে ভেতরের অংশ কোনটি?
 
ক) বাফার 
খ) জ্যাকেট 
গ) ক্লাডিং 
ঘ) কোর
 
৫৭. The capacity of battery is related to-
 
ক) kWh খ) Ah গ) kW ঘ) Jouls
 
৫৮. কোন দেশের পাওয়ার সিস্টেমে দুই ধরণের ফ্রিকোয়েন্সীর ব্যবহার
আছে?
 
ক) বাংলাদেশ 
খ) ভারত 
গ) জাপান 
ঘ) আমেরিকা
 
৫৯. The breaking stress is.... ultimate stress.
 
ক) equal to 
খ) less than 
গ) greater than 
ঘ) none
 
৬০. The stress developed on the material without any permanent set-
 
ক) Elastic limit
খ) Ultimate stress
গ) Yield stress
ঘ) Breaking stress
 
৬১. খনিজ লবণের প্রধান উৎস-
 
ক) মাংস, ডিম 
খ) মুখ, কলা 
গ) সবুজ শাক-সব্জী 
ঘ) সবগুলি
 
৬২. লোহার ক্ষয়রোধ করতে ব্যবহৃত হয়-
 
ক) তামা 
খ) রুপা 
গ) এ্যালুমিনিয়াম 
ঘ) দস্তা
 
৬৩. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি-
 
ক) বায়বীয় 
খ) কঠিন 
গ) তরল 
ঘ) শূন্য
 
৬৪. সিনক্রোনাস মটর এর স্পীড কত আরপিএম?
 
ক) ৩০০০ 
খ) ৩৬০০ 
গ) ২৪০০ 
ঘ) ২৮৭০
 
৬৫. রেক্টিফায়ার তড়িৎ প্রবাহকে-
 
ক) বৃদ্ধি করে 
খ) হ্রাস করে 
গ) একমুখী করে 
ঘ) কোনটিই নয়
 
৬৬. সবচেয়ে বেশি সুপরিবাহী পদার্থ-
 
ক) তামা 
খ) লোহা 
গ) এ্যালুমিনিয়াম 
ঘ) সোনা
 
৬৭. মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-
 
ক) শব্দ শক্তি 
খ) তড়িৎ শক্তি 
গ) আলোক শক্তি 
ঘ) চৌম্বক শক্তি
 
৬৮. কোন পরিবাহকের প্রস্থচ্ছেদ এরিয়া বৃদ্ধি করলে এর রোখ-
 
ক) হ্রাস পাবে 
খ) বৃদ্ধি পাবে 
গ) শূন্য হবে 
ঘ) অসীম হবে
 
৬৯. কোনটি নবায়নযোগ্য জ্বালানী নয়?
 
ক) পরমানু শক্তি 
খ) সোলার 
গ) হাইড্রো 
ঘ) গ্যাস
 
৭০. Which is not part of Processing Unit ?
 
ক) Arithmetic Unit 
খ) Logical Unit
গ) Execution Unit
ঘ) Memory
 
৭১. বাংলা সাল কে প্রবর্তন করেন?
 
ক) শেরশাহ্ 
খ) হুমায়ুন 
গ) আকবর 
ঘ) শশাঙ্ক
 
৭২. বাংলাদেশের সংবিধান কার্যকর হয়-
 
ক) ১৬ ডিসেম্বর ১৯৭১
খ)  ১৬ ডিসেম্বর ১৯৭২ 
গ) ২৬ মার্চ ১৯৭২
ঘ) ২৬ মার্চ ১৯৭৩
 
৭৩. সর্বনিম্ন মূল্যমানের ব্যাংক নোট-
 
ক) ১ টাকা 
খ) ২ টাকা 
গ) ৫ টাকা 
ঘ) ১০ টাকা
 
৭৪. 'ডিজিটাল বাংলাদেশ' ঘোষণা করা হয়-
ক) ২৯ ডিসেম্বর ২০০৯
খ) ২১ ডিসেম্বর ২০০৮ 
গ) ১২ ডিসেম্বর ২০০৮
ঘ) ১২ ডিসেম্বর ২০০৯
 
৭৫. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?
  
ক) লাইবেরিয়া 
খ) কঙ্গো 
গ) সুদান 
ঘ) সিয়েরা লিওন
 
৭৬. 'জাতিসংঘ বিশ্ববিদ্যালয়' কোথায় অবস্থিত?
 
ক) নিউইয়র্ক 
খ) টোকিও 
গ) রোম 
ঘ) জেনেভা
 
৭৭. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোথায় অবস্থিত?
 
ক) হোয়াইট হল
খ) ওয়েস্ট মিনিস্টার অ্যাবে 
গ) মার্বেল চার্চ
ঘ) বুশ হাউজ
 
৭৮. নদীবিহীন দেশ কোনটি?
 
ক) ইরাক 
খ) সিরিয়া 
গ) সৌদি আরব 
ঘ) মিশর
 
৭৯. হাজার হ্রদের দেশ কোনটি?
 
ক) নরওয়ে 
খ) ইন্দোনেশিয়া 
গ) জাপান 
ঘ) ফিনল্যান্ড
 
৮০. 'টিউলিপ' এর দেশ কোনটি?
 
ক) থাইল্যান্ড 
খ) সুইজারল্যান্ড 
গ) ফিনল্যান্ড 
ঘ) নেদারল্যান্ড

Post a Comment

0 Comments