বিসিএস (BCS) ও সকল সরকারি চাকরির জন্য এসএসসি (ক্লাস নাইন টেন-নবম দশম)
শ্রেণির বিজ্ঞান বোর্ড বইয়ের পুরাতন সংস্করণ:
বর্তমানে মাধ্যমিক স্তরসহ সকল স্তরের সিলেবাস (Syllabus) পরিবর্তন হলেও ২০১০
সাল বা তারও আগের সিলেবাসের বইগুলোর প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। বর্তমান
ছাত্রছাত্রীরাও সহজ ভাষায় বিজ্ঞানের নানা বিষয় ও গণিতের মৌলিক বিষয় সমূহ
প্রাঞ্জল ভাষায় বুঝার জন্য ২০১০ বা তার আগের সালের বই গুলো পড়তে পারে।
বাংলাদেশে বিসিএসসহ সকল সরকারি চাকরির প্রস্তুতির জন্য এই বই গুলো সেরা উৎস ।
বিশেষ করে বাংলা ব্যকরণ বুঝার জন্য ২০১০ সালের নবম দশম শ্রেণির বাংলা ব্যকরণ
বইয়ের বিকল্প নেই। কিন্তু দুঃখের বিষয় NCTB ওয়েসবাইটে বই গুলোর আর কোন সংগ্রহ
নেই। বিভিন্ন ওয়েবসাইটে কিছু কিছু বই পাওয়া যায় তবে সব গুলো নয়। তাই
সবদিক বিবেচনা করে এসএসসি বিজ্ঞান বিভাগের পুরাতন বইগুলোর ডাউনলোড লিংক শেয়ার
করা হলোঃ আশা করি সবার উপকারে লাগবে।
১. মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (Bengali Grammar) এসএসসি (ক্লাস নাইন টেন-নবম
দশম) পুরাতন সিলেবাসঃ
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত, তাদের কাছে NCTB (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) প্রকাশিত বইগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে, ২০১০ সালের নবম-দশম শ্রেণির পুরাতন বই গুলো আজও শিক্ষার্থী ও জ্ঞানের অনুরাগীদের মনে এক বিশেষ স্থান দখল করে আছে।
কেন ২০১০ সালের বই এখনো প্রাসঙ্গিক?
২০১০ সালের বইগুলো ছিল এক ধরনের রূপান্তরের সময়ের স্মারক। সেসময় পাঠ্যপুস্তকে:
1. গভীর বিষয়বস্তু
2. সাহিত্যিক ও ব্যাখ্যামূলক লেখা
3. উন্নত মানের অঙ্কের উদাহরণ
4. বিজ্ঞান বিষয়ের ব্যাখ্যা ছিল সহজবোধ্য এবং গবেষণামূলক
বিশেষ করে বাংলা সাহিত্য, ইংরেজি গ্রামার, উচ্চতর গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, ভূগোল, ইতিহাস ইত্যাদি বিষয়ের বইগুলো শিক্ষার্থীদের মেধার পরিপক্কতা গঠনে অনন্য ভূমিকা রেখেছিল।
সার্বিক প্রস্তুতির সুবিধার জন্য আরোও দুটি গুরুত্বপূর্ণ বই হলো অষ্টম (৮ম)
শ্রেণির গণিত ও সাধারণ বিজ্ঞান বই। নিম্নে বই দুটির ডাউনলোড লিংক প্রদান করা
হলোঃ
১৮. সাধারণ বিজ্ঞান অষ্টম (৮ম) শ্রেণি, পুরাতন সিলেবাসঃ
4 Comments
thanks for good collection
ReplyDeleteGood jobs,,,,,,,It's very useful for future generation,,,,,,, keep up the good work.
ReplyDeleteMany many thanks brother
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ। চমৎকার পুরাতন বই কালেকশন। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার বইগুলো যুক্ত করলে ভালো হয়।
ReplyDelete